২০১৮ অর্থবর্ষে ৪০ হাজার ৪০০ কোটি টাকার অনাদায়ী ঋণ উদ্ধার হয়েছে: আরবিআইয়ের রিপোর্ট


 মুম্বই : ব্যাঙ্কিং সেক্টরে আচ্ছে দিন! দেউলিয়া, 'এসএআরএফএইএসআই' আইনের মাধ্যমে ২০১৮ অর্থবর্ষে ৪০ হাজার ৪০০ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায় করেছে দেশের ব্যাঙ্কগুলি। এমনই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। ২০১৭-১৮ অর্থবর্ষের 'ট্রেন্ডস অ্যান্ড প্রোগ্রেস অব ব্যাঙ্কিং'-এর উপর সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা। সেখানে দেখা গিয়েছে গত মার্চ মাসে শেষ হওয়া ৪০ হাজার ৪০০ কোটি টাকার অনাদায়ী ঋণ উদ্ধার করা সম্ভব হয়েছে। যেখানে ২০১৭ অর্থবর্ষে আদায় করা ঋণের পরিমাণ ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা।

কীভাবে সম্ভব হয়েছে এই বিপুল পরিমাণ ঋণ আদায়? এক্ষেত্রে দেউলিয়া আইন, সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অব ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড এনফোর্সমেন্ট অব সিকিউরিটি ইনটারেস্টস (এসএআরএফএইএসআই), ঋণ পুনরুদ্ধার আদালত এবং লোক আদালতের অনবদ্য ভূমিকার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দেউলিয়া আইনের মাধ্যমে যেখানে ৪ হাজার ৯০০ কোটি টাকার ঋণ আদায় হয়েছে, সেখানে এসএআরএফএইএসআই আইনের মাধ্যমে উদ্ধার হয়েছে ২৬ হাজার ৫০০ কোটি টাকা।