সন্ত্রাসবাদীর আত্মীয়দের হেনস্থা করার ফল হবে মারাত্মক, বার্তা মেহবুবার


সন্ত্রাসবাদীদের পরিবারকে হেনস্থা করা না থামালে 'মারাত্মক ফল' পেতে হবে। সম্প্রতি মহিলা-সহ এক পরিবারকে পুলিশ হেফাজতে রেখে মারধরের প্রতিবাদে মন্তব্য করলেন মেহবুবা মুফতি।

সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত তরুণের বোন দক্ষিণ কাশ্মীরের পাতিপোরা পুলওয়ামা এলাকার বাসিন্দা রুবিনার বাড়ি থেকে ফিরে প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, জেরা করার নামে সন্ত্রাসবাদীর আত্মীয়দের হেফাজতে রেখে অমানবিক অত্যাচার চালিয়েছে পুলিশ। এদিন টুইটারের নিজস্ব হ্যান্ডেলে বার্তা দিয়ে মেহবুবা জানিয়েছেন, 'পাতিপোরা পুলওয়ামায় সন্ত্রাসবাদীর বোন রুবিনার বাড়ি গিয়েছিলাম। পুলিশ হেফাজতে রেখে তাঁর স্বামী, ভাই ও তাঁকে বেধড়ক মারধর করেছে পুলিশ। প্রহারের তীব্রতার জেরে তিনি আপাতত শয্যাশায়ী।'

তদন্তের নামে এ হেন অমানবিকতার প্রতিবাদ জানিয়ে ঘটনায় দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে আবেদন জানিয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী। টুইটার বার্তায় আবেদনের পাশাপাশি তিনি প্রশাসনকে সতর্ক করে জানিয়েছেন, 'সন্ত্রাসবাদীদের পরিবারের সদস্যদের হেনস্থা করা বন্ধ না করলে উপত্যকায় বৈরীতা আরও বাড়বে।'

পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি সাফ জানান, এমন ঘটনা আর বরদাস্ত করা হবে না। মেহবুবার প্রশ্ন, 'সন্ত্রাসবাদীর বোনের কী দোষ? জম্মুর ভাটিন্ডি ও ত্রিকূট নগরের এসএইচও ওই মহিলাকে নগ্ন করে প্রচণ্ড মারধর করেন। প্রথমত, পুরুষ পুলিশকর্মী মহিলাকে স্পর্শ করতে পারেন না। এর জন্য মহিলা পুলিশকর্মী রাখতে হবে। দ্বিতীয়ত, মহিলার স্বামী ও ভাইকেও বেধড়ক মারা হয়।'

বিরোধী নেত্রীর দাবি, 'প্রশাসনকে প্রশ্ন করতে চাই, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই চললে তাদের আত্মীয়দের কেন মারধর করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজ্যপালকে জানানোর পাশাপাশি পুলিশকে সতর্ক করছি, এমন কোনও ঘটনা ফের ঘটলে তার ফলাফল মারাত্মক হবে।'