হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন, ব্যাহত ট্রেন চলাচল


সাত সকালে হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন। যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। মূলত দূরপাল্লার ট্রেন চলাচলে প্রভাব পড়ে। একাধিক ট্রেন যেমন ছাড়তে দেরি হচ্ছে, ঠিক তেমনই হাওড়া স্টেশনে ঢোকার মুখে সিগন্যালে পরপর দাঁড়িয়ে রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন।

বৃহস্পতিবার সকাল ছটা। কারশেড থেকে হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ইস্পাত এক্সপ্রেস। পিছনে থাকা ইঞ্জিন লাইনচ্যুত হয় বাইশ ও তেইশ নম্বর প্ল্যাটফর্মের সংযোগস্থলে। ফলে ২১,২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মূলত এই প্ল্যাটফর্মগুলি দিয়ে এক্সপ্রেস ট্রেন চলাচল করে। ফলে সকাল থেকেই দুরপাল্লার ট্রেন চলাচলে প্রভাব পড়ে।

সকাল ছটার কিছু পরে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল পুরীগামী ধৌলি এক্সপ্রেসের। সেটি দাঁড়িয়ে থাকে হাওড়া স্টেশনে। অন্যদিকে হাওড়ায় ঢোকার মুখে পরপর দাঁড়িয়ে পড়ে জগন্নাথ এক্সপ্রেস, হাতিয়া এক্সপ্রেস, সম্বলপুর এক্সপ্রেস, আজাদহিন্দ এক্সপ্রেস।

পরিস্থিতি সামাল দিতে জগন্নাথ এক্সপ্রেস ও সম্বলপুর এক্সপ্রেসকে সাঁতরাগাঁছি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। 
রেলসূত্রে জানানো, হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইঞ্জিনটিকে সরানোার কাজ চলছে। তবে এই ঘটনায় নিত্যযাত্রীদের কোনও অসুবিধা হবে না বলে দাবি করা হয়েছে রেলের তরফে।