মমতার বিরুদ্ধে তিনটি মামলা রুজু হল


গুয়াহাটি: NRC ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হল৷ মামলা দায়ের হয়েছে অসমের তিনটি থানায়৷ বৃহস্পতিবার অসম পুলিশের ডিজিপি কুলাধার সইকিয়া এই কথা জানিয়েছেন৷

NRC-র দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা থেকে দিল্লি, সর্বত্র গিয়ে তিনি এই নিয়ে বিজেপির সমালোচনা করেছেন৷

অভিযোগ, তিনি NRC নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন৷ তাই তাঁর বিরুদ্ধে অসমের তিনটি থানায় তিনটি FIR দায়ের করা হয়৷ তার ভিত্তিতেই অসম পুলিশ তিনটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে অসম পুলিশ৷

ওই রাজ্যের পুলিশের ডিজিপি-র বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পানবাজার, বশিষ্ঠ, নর্থ লক্ষ্মীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ এর মধ্যে প্রথম অভিযোগ দায়ের হয় নর্থ লক্ষ্মীপুর থানায়৷ তার ভিত্তিতেই ওই তিনটি মামলা দায়ের করা হয়৷ তাঁর বিরুদ্ধে IPC-র মোট চারটি ধারা হয়েছে৷ সেগুলি হল ১২০বি, ১৫৩এ, ২৯৪ ও ৫০৬৷