পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা


বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। জোর করে আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে।


শিলচর: বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। জোর করে আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে যায় তৃণমূল প্রতিনিধিদল।

শিলচর বিমানবন্দরে নামার পরই আটক। তবে আনঅফিসিয়ালি। শিলচরে ঢুকতেই পারল না তৃণমূল প্রতিনিধিদল। তারপরও দীর্ঘ সময় ধরে টানাপোড়েন। নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী দেশ।

১৪৪ ধারা। তৃণমূল প্রতিনিধিদল নামার আগেই পুলিশ ও সিআরপিএফ দিয়ে ঘেরা ফেলা হয় শিলচর বিমানবন্দর।

ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস দেওয়ার পরও কেন এই হেনস্থা ৷ যদি সত্যিই অসমে কিছু না ঘটে থাকে ৷ তবে কেন বিমানবন্দরে ১৪৪ ধারা জারি? ৷ পুলিশ ওঁদের হোটেলে রাখবে বলেছে ৷ কেন পুলিশের কথায় চলবেন ওঁরা ৷ ওঁরা হোটেলে থাকবে না ৷ মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে ৷ বিজেপি হতাশ হয়ে পড়েছে ৷ পেশি শক্তি দেখাচ্ছে বিজেপি সরকার ৷

দাঙ্গা বাঁধানোর চেষ্টা বিজেপির ৷