‌ফিলিপিন্সে ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা


জোরাল ভূমিকম্প হল ফিলিপিন্সে। ইউএসজিএস প্রথমে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.‌২ বলে জানালেও বলে ঘোষণা করে কম্পনের তীব্রতা ছিল ৬.‌৯। শনিবার স্থানীয় সময় ভোর ৩.‌৪০ মিনিটে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ। প্রশান্ত সতর্কতা কেন্দ্র থেকে টুইট করে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ফিলিপিন্স শহর থেকে ১৯৩ কিলোমিটার দূরে মাটির ৬০ কিলোমিটার গভীরে। কম্পনের উৎসস্থল থেকে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স উপকূলের ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছিল। ০.‌৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও তা হয়নি। প্রায় এক মিনিট ধরে কাঁপতে থাকে মাটি। মানুষজন ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু বাড়িঘর ভেঙে পড়েছে, তবে কেউ হতাহত হয়নি। দক্ষিণ ফিলিপিন্সের গভর্নর ক্লিন্টন পোলাঙ্কোস বলেছেন, '‌ আমরা সুনামি সতর্কতা জারি করে রেখেছি ইন্দোনেশিয়া, পালাউ এবং ফিলিপিন্সে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।'‌

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই ফিলিপিন্সের সুলাওয়েসিতে ৭.‌৫ মাত্রার ভূমিকম্পে ২০০০–এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। এরপর গত ২২ তারিখ স্থানীয় সময় রাত ৯টায় আনাক ক্রাকাটোয়া আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ৩০ মিনিট পর ভয়াবহ সুনামি আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীতে। মৃত্যু হয়েছে ৪২৯ জন মানুষের।