মাইনাসে দার্জিলিঙের তাপমাত্রা, কাঁপছে কলকাতাসহ গোটা রাজ্য


কলকাতা : আরও কমল তাপমাত্রা। দার্জিলিঙের উষ্ণতা মাইনাসে পৌঁছনোর পাশাপাশি ঠান্ডায় কলকাতাসহ কাঁপছে গোটা রাজ্য। বেশিরভাগ জেলার তাপমাত্রাই আজ স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস করে কমেছে।

দার্জিলিঙের তাপমাত্রা নেমেছে -১ ডিগ্রি সেলসিয়াসে। চলছে তুষারপাতও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আর দমদমে নেমেছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে ১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে যে সামান্য বৃষ্টির সম্ভাবনা ছিল, তা আপাতত আর নেই। কলকাতাসহ গোটা রাজ্যে বইবে উত্তুরে হাওয়া। যেভাবে রাজ্যজুড়ে শীতের দাপট শুরু হয়েছে, তাতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ সকালে বিভিন্ন জেলার তাপমাত্রা -

বহরমপুরে ৭.২ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম)

বাঁকুড়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম)

কোচবিহারে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম)

জলপাইগুড়িতে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম) 

মেদিনীপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস (যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম) 

বর্ধমানে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস