একইসঙ্গে গাইডেড বম্ব ও অ্যান্টি ট্যাংক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত


নয়াদিল্লি: একইসঙ্গে গাইডেড বম্ব ও অ্যান্টি ট্যাংক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। রাজস্থানে এই পরীক্ষার সাফল্যের কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ।

রবিবার রাজস্থানের চন্দন রেঞ্জ থেকে 'স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন' (SAAW) পরীক্ষা করা হয়। নির্ধারিত টার্গেটে সহজেই আঘাত করতে পারে এই মিসাইল। আগে থেকে নেভিগেশন ঠিক করা থাকলে, টার্গেটে নিখুঁতভাবে পৌঁছে গিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। ১৬ থেকে ১৮ অগস্টের মধ্যে তিন রকমের টেস্ট করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই সফল হয়েছে পরীক্ষা। এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন, ডিআরডিও, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও এয়ার ফোর্সের অফিসাররা।

পাশাপাশি পোখরানে সফল উৎক্ষেপণ করা হয়েছে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল 'হেলিনা'। আর্মি হেলিকপ্টার থেকে ওই মিসাইল লঞ্চ করা হয়। কোনও বাধা ছাড়াই এটি পৌঁছে যায় নির্ধারিত টার্গেটে। টেলিমেট্রি ও ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে সব প্যারামিটার খতিয়ে দেখা হয়েছে।

মিসাইলের সঙ্গে যুক্ত রয়েছে একটি ইনফ্রারেড ইমেজিং সিকার। এটি বিশ্বের অন্যতম আধুনিক অ্যান্টি ট্যাংক মিসাইল বলে জানা গিয়েছে। পরপর দুই সাফল্যে ডিআরডিও, এবার ফোর্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও সেনাবাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ।