বিদ্যুৎ খরচ কমাতে আলোশ্রী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর


অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে আরও উদ্যোগী রাজ্য সরকার৷ বিদ্যুতের জোগান বাড়াতে এবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকল্পের নাম ঘোষণা করে আজ, সোমবার টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ''রাজ্যে আলোশ্রীর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানো হবে৷'' নয়া এই প্রকল্প চালু হলে বিদ্যুৎ অপচয় তুলনামূলকভাবে অনেকটাই বাঁচানো যাবে৷ এই সঙ্গে বিদ্যুতের খরচও বাঁচানো যাবে৷ ব্যবহারের পর উৎবৃত্ত বিদ্যুৎ বিক্রি করাও ব্যবস্থা রাখা হবে বলে নবান্ন সূত্রে খবর৷

আজ জাতীয় অপ্রচলিত শক্তি দিবস৷ এই দিনটিকে মাথায় রেখে রাজ্যের নয়া প্রকল্প আলোশ্রী'র ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ টুইটারে লেখেন, ''বিদ্যুতের অপচয় রুখতে ও খরচে লাগাম টানতে অপ্রচলিত শক্তি ব্যবহারে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলোশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত দপ্তরের ছাদে বসানো হবে বিশেষ একটি সোলার প্যানেল৷''

গোটা বিশ্বজুড়ে বাড়তে থাকা উষ্ণায়ন রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউনেসকো৷ প্রচলিত শক্তির ব্যবহার যথাসম্ভব এড়িয়ে সৌর ও বায়ু এবং জলবিদ্যুৎ শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে৷ ভারতের তরফেও অপ্রচলিত শক্তি বৃদ্ধির ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়৷ কিন্তু, যথাযথ পদক্ষেপের অভাবে তা আর বাস্তবের মুখ দেখেনি৷ দেশ ও রাজ্যে বিক্ষিপ্তভাবে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সমস্ত সরকারি দপ্তরে অপ্রচলিত শক্তি ব্যবহারের উদ্যোগ এই প্রথম৷


Highlights
অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে আরও উদ্যোগী রাজ্য সরকার৷

বিদ্যুতের জোগান বাড়াতে এবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও সরকারি দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানো হবে৷

টুইটে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷