কেরালার জন্য প্রার্থনা ভাটিকানে, 'চরম বিপদ', আর কি বললেন পোপ


রবিবার কেরালার বন্যা দুর্গতদের জন্য প্রার্থনা হল ভাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে। কেরলের বন্যাকে 'চরম বিপদ' হিসেবে বর্ণনা করে পোপ ফ্রান্সিস কেরালার কয়েক লক্ষ মানুষের জন্য আন্তর্জাতিক মহলের কাছে যথাযথ সাহায্যের আবেদন করেছেন। তিনি আরও জানান, কেরালার ক্যাথলিক চার্চ তাঁর খুব ঘনিষ্ঠ।

রবিবারের প্রার্থনা উপলক্ষ্যে ভাটিকানে ধর্মপ্রাণ খ্রিস্টানরা ভিড় জমান। তাঁদের সামনে পোপ বলেন, 'তীব্র বৃষ্টিপাত ও তার ফলে সৃষ্ট বন্যা ও ধ্বসে কেরালার মানুষ বিধ্বস্ত। প্রচুর মানুষের প্রাণ গিয়েছে, অনেকে নিখোঁজ, অনেকে গৃহহারা। ঘরবাড়ি ও ফসলের চরম ক্ষতি হয়েছে।' কেরালার ক্য়াথলিক চার্চ প্রথম থেকেই বন্যাদুর্গত মানুষগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

কেরালার এই 'ভাই বোনদের' পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তিনি বলেছেন আন্তর্জাতিক মহলের 'কংক্রিট সাপোর্ট' দরকার কেরালাবাসীর। এরপর সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের সঙ্গে প্রার্থনায় সামিল হন ভাটিকানে সমবেত সকল মানুষ।