সচিনের মুখে মাহি ও বিরাট বন্দনা


অ্যাডিলেড: মঙ্গলবার অ্যাডিলেড ওভালে 'অজি বধে'-এর প্রশংসায় ভারতের প্রাক্তনরা৷ অস্ট্রেলিয়ার ২৯৮ রান তাড়া করে অ্যাডিলেডে ছ' উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতের জয়ের দুই কারিগর ক্যাপ্টেন কোহলি ও প্রাক্তন ক্যাপ্টেন ধোনির প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার প্রাক্তনদের মুখে৷

ওয়ান ডে কেরিয়ারে ৩৯তম সেঞ্চুরি করে ভারতের জয় ভিত গড়ে দিয়েছিলেন বিরাট কোহলি৷ আর প্রাক্তন ক্যাপ্টেনের হাফ-সেঞ্চুরি ভারতকে জয়ে পৌঁছে দেয়৷ লাস্ট ওভার থ্রিলারে ছক্কা মেরে ভারতকে সিরিজে ফেরান মাহি৷ ধোনির ইনিংস এমএস ক্ল্যাসিক বলে অ্যাখ্যা দিয়েছেন কোহলি৷ আর সেহওয়াগ তাঁর ঢংয়েই ধোনির এই ব্যাটিংকে 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত' বলে অ্যাখ্যা দিয়েছেন৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সিডনিতে হেরে ০-১ পিছিয়ে গিয়েছিল ভারত৷ কিন্তু এদিন অ্যাডিলেড ওভালে টিম ইন্ডিয়াকে সমতায় ফেরান ক্যাপ্টেন কোহলি ও তাঁর পূর্বসূরির ব্যাট৷ বিরাটের ১০৪ এবং ধোনির অপরাজিত ৫৫ রানের ইনিংসে ২৯৮ রান তাড়া করে ম্যাচ জেতে ভারত৷ তবে আসন্ন বিশ্বকাপের আগে মিডল-অর্ডারে আরও কয়েকটি এই রকম ইনিংস দেখতে চান বীরু৷

সচিন ও সেহওয়াগের মতোই বিরাট ও ধোনির ব্যাটিংয়ের প্রশংসা করে ভেরি ভেরি স্পেশাল লক্ষ্ণণ বলেন, 'রান তাড়া করে দুর্দান্ত জয়৷ বিরাটের দারুণ শতরান জয় সহজ করে দেয়৷ শেষ পর্যন্ত খেলে ম্যাচটা দারুণভাবে শেষ করেন ধোনি৷ ওকে সঙ্গ দিয়েছে দীনেশ কার্তিক৷ আশা করি শেষ ম্যাচটাও দারুণ জমবে৷' সিরিজের শেষ ম্যাচ শুক্রবার মেলবোর্নে৷

শন মার্শের দুরন্ত সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৮ রান করে অজিবাহিনী৷ তবে ইনিংসের শেষ দিকে ভুবনেশ্বর কুমার দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে তিনশোর আগে বেঁধে রাখে৷ ১০ ওভারে মাত্র ৪৫ রান খরচ করে অজি ইনিংসের চারটি উইকেট তুলে নেন ভুবি৷ ৫৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি৷ তবে ওয়ান ডে অভিষেকটা মোটেই মধুর হয়নি মহম্মদ সিরাজের৷ ১০ ওভারে ৭৬ রান দেন হায়দরাবাদের ডানহাতি পেসার৷

রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৪৭ রান যোগ করে করার পর ব্যাট হাতে মাঠে নেমে দলকে টানেন বিরাট৷ ওয়ান ডে কেরিয়ারে ৩৯তম শতরান করে ভারতের জয়ে বড় ভূমিকা নেন কোহলি৷ রান তাড়া করতে নেমে এটি ২৪ নম্বর সেঞ্চুরি বিরাটের৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক ৪৯টি সেঞ্চুরি লিটল মাস্টারের দখলে৷ অর্থাৎ সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ১০ কদম দূরে রয়েছেন বিরাট৷