চাপে পড়ে জঙ্গি দমনে বিশেষ পরিকল্পনা ইমরানের


ইসলামাবাদ: সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দুনিয়া জুড়ে আগেই সমালোচিত পাকিস্তান৷ দেশটির জনগণ চাইছেন সরকার কিছু করুক৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর যেভাবে সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় বিমান বাহিনী তার পরিপ্রেক্ষিতে সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা৷

এসবের মাঝে বেড়েছে আন্তর্জাতিক চাপ৷ ঘরে-বাইরে সমালোচিত পাক সরকার এবার নড়ে বসতে চাইছে৷ জঙ্গি দমনে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷

পাক সংবাদপত্র ডন জানাচ্ছে, রবিবার সাংবাদিকদের সামনে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সরাসরি জানিয়ে দেন দেশে সক্রিয় সবকটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে৷ তবে কবে থেকে এই অভিযান শুরু হবে তা তিনি জানাতে চাননি৷ পুলওয়ামায় হামলার দায় নিয়েছে জইশ ই মহম্মদ৷ নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে ঢুকে হামলা চালায় তারা৷
 
ফাওয়াদ চৌধুরীর ইঙ্গিত- প্রধানমন্ত্রী ইমরান খানের চিন্তা কী করে জঙ্গিদের রুখতে পারা যায়৷ সরকার কড়া পদক্ষেপ নিতে তৈরি৷ জঙ্গিদের জনবিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে আগামী পাক প্রজন্মকে সুরক্ষিত করার কথা চিন্তা করছে সরকার৷