দুর্ঘটনা রুখতে লোকাল ট্রেনের দরজায় জ্বলবে নীল বাতি


নয়াদিল্লি: বছরের শুরুতেই যাত্রী-সুরক্ষায় নয়া ব্যবস্থা নিল ভারতীয় রেল। দূর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের দরজায় নীল আলো জ্বালাবে রেল কর্তৃপক্ষ৷ ট্রেন ছাড়ার সময় ওই আলো জ্বলে উঠবে। তার জেরেই স্টেশনে থাকা যাত্রীরা বুঝতে পারবেন ট্রেন ছাড়তে চলেছে। আপাতত বাণিজ্য নগরী মুম্বইতে চালু হয়েছে এই পরিষেবা।

সাধারণত এক মিনিটের কম সময় স্টেশনে দাঁড়ায় লোকাল ট্রেন৷ সেই কম সময়ের মধ্যেই যাত্রীদের ওঠা-নামা করতে হয়৷ তাড়াহুড়ো করে উঠতে-মানতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে৷ এমনকি প্রাণহানিও হয়৷ এই ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে উদ্যোগী রেল কর্তৃপক্ষ৷ রবিবার সকালে লোকাল ট্রেনের দরজায় সেন্সরযুক্ত আলোর কার্যকারিতা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

ট্রেনের দরজায় নীল বাতি জ্বলা শুরু হলে দূর্ঘটনা অনেকটাই কমবে বলে অনুমান রেল কর্তৃপক্ষের৷ আপাতত মুম্বইতে এই পরিষেবা চালু হলেও আগামী দিনে দেশের সবকটি স্টেশনেই এই পরিষেবা মিলবে বলে খবর রেল সূত্রে।