‌বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের দৌড়ে ইভাঙ্কা, নিক্কি


বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম জুড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের। দৌড়ে আছেন রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। বিশ্ব ব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট জিম ইওয়ং কিম গত সোমবারই অস্বাভাবিকভাবে ঘোষণা করেন, কার্যকাল শেষ হওয়ার তিন বছর আগেই অবসর নেবেন তিনি। এটা কিমের দ্বিতীয়দফার কার্যকাল। গত মাসেই রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দিয়েছেন নিক্কি। এই পদের দৌড়ে আরও যে সব নাম উঠে এসেছে সেগুলি হল— ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড ম্যালপাস এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মার্ক গ্রিন। বিশ্ব ব্যাঙ্কের রাজস্ব দপ্তরের মুখপাত্র বলেছেন, অনেক নামের সুপারিশ এসেছে। মার্কিন প্রতিনিধির জন্য অন্তর্বর্তী পর্যালোচনা করা হবে। নতুন নেতার জন্য সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।