১০ দফা দাবিতে অবরোধে আদিবাসী সম্প্রদায়, আটকে ট্রেন-যানবাহন


কলকাতা: ১০ দফা দাবিতে রাজ্যের একাধিক জায়গায় অবরোধে নামলেন আদিবাসীরা ৷ সোমবার সকাল থেকেই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়াতে অবরোধে নামলেন আদিবাসীরা ৷

মালদহে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ ৷ গাজোলের পাণ্ডুয়ায় জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাহত যান চলাচল ৷
উত্তর দিনাজপুরে সকাল ৯টা থেকে রেল অবরোধ কর্মসূচিতে নামলেন আদিবাসী সম্প্রদায় ৷ এদিন সকাল থেকে কানকি স্টেশনে অবরোধ শুরু হয় ৷

পুরুলিয়াতেও অবরোধে নামলেন আদিবাসীরা ৷ সকাল থেকে কান্টাডি স্টেশন অবরোধ শুরু হয় ৷ ফলে দাঁড়িয়ে আপ দক্ষিণ বিহার এক্সপ্রেস ৷ পুরুলিয়া স্টেশনেও আটকে ট্রেন ৷ পুরুলিয়া স্টেশনে আটকে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস ৷

  আসমে রেল অবরোধ ৷ নিজস্ব চিত্র ৷
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও ট্রেন আটকানোর চেষ্টা করা হল ৷ তেভাগা এক্সপ্রেস আটকানোর চেষ্টা করেন আদিবাসীরা ৷ যদিও অবরোধকারীদের হঠিয়ে দেয় রেলপুলিশ ৷ বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের সামনেও অবরোধ শুরু হয়েছে সোমবার সকাল থেকে ৷ ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের ৷ যদিও কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কেও অবরোধ তুলে দেয় পুলিশ ৷

জলপাইগুড়িতেও আদিবাসীদের অবরোধ ৷ রেল অবরোধে আটকে দূরপাল্লার ট্রেন ৷ ধূপগুড়িতে আটকে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস ৷ আপ কামরূপ এক্সপ্রেস আটকে রয়েছে রানিনগরে ৷

অসমেও আদিবাসীদের রেল অবরোধ ৷ অসমের শ্রীরামপুর রেল স্টেশনে অবরোধ ৷ বিপর্যস্ত উত্তর-পূর্বের রেল পরিষেবা ৷ নিউ কোচবিহারে আটকে ওখা-গুয়াহাটি এক্সপ্রেস ৷ ১০ দফা দাবিতে আজ সকাল থেকেই অবরোধে নেমেচেন আদিবাসীরা ৷