নূন্যতম টাকায় গরমের ছুটিতে উটি থেকে চেন্নাই ট্যুরে নিয়ে যাবে IRCTC


পাহাড়ে ঘেরা উটি ৷

নয়াদিল্লি: কলকাতার ভ্যাপসা গরম, জ্যাবজেবে পিঠ, গায়ের সঙ্গে সেঁটে যাওয়া জামা, ভিড় বাসে ঘামের গন্ধ ৷ এই তো পরিচিত হিসেব ৷ স্কুল-কলেজে ছুটি ৷ তবু হয় ঘরে বসে বসে ঘামছেন, বা মাঝে মধ্যে কালবৈশাখীতে ভিজছেন আর নয়তো উইকএন্ডে সিনেমা হল বা ইকো পার্কে ছুটছেন ৷ অথচ মন বলছে পালিয়ে যাই, পালিয়ে যাই ৷

যেন ঠিক আপনার মনের কথাটা বুঝতে পেরে সেই সুযোগই হাতের মুঠোয় এনে দিল IRCTC (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ৷ এবার IRCTC-র হাত ধরে পাঁচ দিনের ট্রিপে ঘুরে আসুন চেন্নাই থেকে উটি ৷ নীলগিরি পাহাড়ের মাথায় রয়েছে উটি ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২৪০ মিটার উঁচুতে ৷ তাপমাত্রা এখন ১৫-২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷ ঘন জঙ্গলে ঘেরা কাঁচের মতো স্বচ্ছ জলাশয়, টুকরো টুকরো লেকে পাহাড়ের প্রতিবিম্ব এসে পড়ে এখানে ৷ এই গরমে দাক্ষিণাত্যের শৈল শহর মলম হয়ে উঠুক আপনার ট্র্যাভেল ডায়রির পাতায় ৷

এক নজরে দেখে নেওয়া যাক, এই প্যাকেজে কী কী সুবিধা থাকছে আপনার জন্য ৷

• এই উটি-মাদুমালাই প্যাকেজ শুরু ৬,৪০০ টাকা থেকে ৷ প্রতি বৃহস্পতিবার চেন্নাই সেন্ট্রাল থেকে রাত ৯টা বেজে ৫ মিনিটে ট্রেন ছাড়ছে উটির উদ্দেশ্যে ৷
• স্ট্যান্ডার্ড ট্যুইন শেয়ারিং প্যাকেজ শুরু ১০,২৫০ টাকা থেকে ৷ ট্রিপল শেয়ারিং হলে দাম পড়বে ৮,০৫০ টাকা ৷
• কমফোর্ট ক্যাটাগরিতে ট্যুইন শেয়ারিং ১১,৫৭০ টাকা ৷ ট্রিপল শেয়ারিং হলে ৯,৩৭০ টাকা ৷
• এই প্যাকেজের মধ্যে রয়েছে যাওয়া আসার স্লিপার ক্লাস ট্রেন, হোটেল, সাইটসিইং, ট্র্যাভেল ইনসিওরেন্স, টোল ট্যাক্স, পার্কিং সবটাই থাকবে প্যাকেজের মধ্যে ৷ তবে জিপ সাফারি বা হাতি সাফারির ক্ষেত্রে আলাদা করে ক্লায়েন্টকে জানাতে হবে ৷

• প্রথম দিন: নীলগিরি এক্সপ্রেসে চেন্নাই থেকে রওনা ৷
• দ্বিতীয় দিন: সকাল ৫টায় কোয়েম্বাত্তুরে নেমে গাড়িতে উটি ৷ সেদিনই দোব্বাবেতা পাহাড় ও টি মিউজিয়ম দেখার পর উটি লেক এবং বোটানিক্যাল গার্ডেন ট্যুর ৷
• তৃতীয় দিন: শুটিং স্পট আউটিং ৷ এরপর মাদুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ট্যুর ৷
• চতুর্থ দিন: গাড়িতে কন্নুর যাওয়া ৷ সেখানে সিমস পার্ক ও ডলফিন নোজ দর্শন ৷
• পঞ্চম দিন: সকাল ৫টায় চেন্নাইয়ে ফিরে আসা ৷