মধ্যপ্রদেশ সরকারের স্বল্পসঞ্চয় প্রকল্পে ১১ বছরে এক কোটি টাকা জমাল ৬,০০০ শিশু


ছিন্দওয়াড়া: শিশুদের জন্য মধ্যপ্রদেশ সরকারের স্বল্পসঞ্চয় প্রকল্পে সাফল্য মিলল। গত ১১ বছরে পিগি ব্যাঙ্কে এক কোটি টাকা জমিয়েছে ৬,০০০ শিশু। ছিন্দওয়াড়া জেলা সমবায় ব্যাঙ্কের সিইও কৃষ্ণকুমার সোনি এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, '২০০৭ সালে অরুণোদয় গুল্লক যোজনা চালু হয়। ২৬টি সমবায় ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে শিশুদের পিগি ব্যাঙ্ক দেওয়া হয়। তাতে ৬,০০০ শিশু এক কোটি টাকা জমিয়েছে। এই জমানো টাকার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা, ব্যবসা, বিয়ে বা জীবনের অন্যান্য লক্ষ্য পূরণ করার জন্য ঋণ দিচ্ছে ব্যাঙ্কগুলি।'

কৃষ্ণকুমার আরও জানিয়েছেন, কোনও শিশু জন্মানোর পরেই তাঁর বাবা-মা মাত্র একটাকা দিয়ে পিগি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি চাবি থাকে ব্যাঙ্কের কাছে এবং একটি চাবি দেওয়া হয় শিশুটিকে। একসঙ্গে দু'টি চাবি ব্যবহার করলে তবেই খোলা যায় পিগি ব্যাঙ্ক। এই প্রকল্পে আট শতাংশ হারে সুদ দেওয়া হয়। ২,০০০ থেকে ৫,০০০ টাকা জমে গেলেই সেটি স্থায়ী আমানত করে দেওয়া হয়। এর ফলে বেশি সুদ পাওয়া যায়।