বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা: প্রথমবার রাজ্যে ভোটের কাজে দায়িত্ব পেয়েছিলেন সিভিক ভলান্টিয়াররা ৷ ভোট সমাপ্ত হতে না হতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়সড় সুখবর ৷ একলাফে অনেকটাই বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের ৷ বঙ্গবিভূষণের পুরস্কার মঞ্চ থেকেই সোমবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

একলাফে ৫,৫০০ থেকে সিভিক ভলান্টিয়ারদের বেতন বেড়ে হল ৮ হাজার টাকা ৷ অক্টোবর থেকে লাগু হবে এই বর্ধিত বেতন ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিভিক ভলান্টিয়ারদের এবার জুনিয়র হোমগার্ডের জন্য ট্রেনিং দেবে সরকার। এখানেই শেষ নয়, হোমগার্ডের পর প্রশিক্ষিত সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবলেরও ট্রেনিংও দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

এর আগে রাজ্যের আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রদত্ত স্বাস্থ্যবীমার আওতায় আনার কথাও ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী ৷