অস্ত্র ও লক্ষ টাকার জাল নোট সহ ধৃত তিন


কলকাতা: জাল নোট পাচার করতে এসে গ্রেফতার তিন৷ কলকাতার ময়দান চত্বর থেকে স্পেশাল টাস্ক ফোর্সের অ্যান্টি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটের টিম(এফআইসিএন) ওই তিনজনকে গ্রেফতার করে৷ ধৃতরা হল সুকু শেখ, মহম্মদ আমজাদ রায়েন ও মহম্মদ আবদুল্লা৷ এদের মধ্যে সুকু শেখের বাড়ি মালদায়৷ বাকিরা বিহারের বাসিন্দা৷ ধৃতদের কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট মিলেছে৷

অপরদিকে এই গ্রেফতারির সূত্র ধরে বারাকপুর চত্বরে একটি অবৈধ অস্ত্র কারখানার হদিশ পায় তদন্তকারীরা৷ সেখানে হানা দিয়ে আরও ছ'জনকে গ্রেফতার করা হয়৷ তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, মহম্মদ আবদুল্লার কাছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র পাওয়া যায়৷ তাকে জেরা করতেই ওই অস্ত্র কারখানার হদিশ পাওয়া যায়৷ জগদ্দল থানা এলাকার কাছে অবৈধ ভাবে চলছে অস্ত্র কারখানা৷ সেখানে হানা দেয় এসটিএফ৷ ওই কারখানায় সেই সময় ছ'জন শ্রমিক ছিল৷ তাদেরকে গ্রেফতার করা হয়েছে৷

ধৃতরা হল, মহম্মদ সাবির রায়েন(২৮), মহম্মদ সৌদ আলম (২৪), মহম্মদ শানওয়াজ (২৫), মহম্মদ ফয়জল (২৪), মহম্মদ রাজী (১৯) এবং মহম্মদ চাঁদ(২৪)৷ এরা সকলেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা৷ এদের মধ্যে মহম্মদ সাবির মুম্বইতে একটি দোকান আছে৷ ওই কারখানা থেকে বিপুল অস্ত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা৷ এর মধ্যে রয়েছে ২০টি আধা সমাপ্ত বন্দুক, দুটি ড্রিলিং মেশিন সহ অন্যান্য বেশ কিছু মেশিন ও প্রচুর অস্ত্র তৈরির সামগ্রী৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷