ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্প, অগ্ন্যুৎপাতে আটকে অন্তত ৭০০জন, দেশজুড়ে সতর্কতা জারি


ফের একবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি। ঘটনায় ইতিমধ্যে ১২জনের মৃত্যু হয়েছে। আটকে রয়েছেন অন্তত ৭০০ জন মানুষ। ঘটনাটি ঘটেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোম্বক দ্বীপে। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকার্য। এদিকে ভূমিকম্পের ফলে মাউন্ট রিঞ্জানিতে ধস নেমে অনেক পর্যটক আটকে পড়েছেন।

ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। পূর্ব ইন্দোনেশিয়ায় এই কম্পন অনুভূত হয়েছে। হাজার হাজার বাড়ি কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সময়ে ৮০০ জন পর্যটক ট্রেকিং করতে পাহাড়ে উঠেছিলেন। তাঁদের মধ্যে নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, থাইল্যান্ড, জার্মানির সহ বিভিন্ন দেশের পর্যটকেরা ছিলেন।

ইন্দোনেশিয়া সরকারের তরফে হেলিকপ্টারে করে উদ্ধারকার্য চালানো হচ্ছে। প্রশিক্ষিতরা পর্বতের আনাচে-কানাচে তল্লাশি চালাচ্ছেন। সবমিলিয়ো মোট পাঁচ হাজারের বেশি মানুষ অস্থায়ী আবাসে রয়েছেন। সরকার তাদের দেখাশোনা করছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল মাতারাম থেকে ৫০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। প্রথম কম্পনের পর অন্তত শতাধিক আফটারশক অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়া রিং অব ফায়ার-এর মধ্যে অবস্থিত। ফলে এই অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ।