একগলা ঋণ! বিষ খেয়ে জ্বলন্ত চিতায় শুয়ে পড়লেন কৃষক


শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান৷ সোজা চলে যান নিজের খামারঘরে৷ সেখানেই প্রথমে বিষ খান৷ তারপর কাঠ ও খড় দিয়ে নিজের চিতা তৈরি করে আগুন লাগিয়ে তার উপর শুয়ে পড়েন৷


মহারাষ্ট্র: ফের কৃষক আত্মহত্যা মহারাষ্ট্রে৷ এ বার ঋণ শোধ করতে না-পেরে বিষ খেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন ৩৫ বছরের এক ব্যক্তি৷ ওই কৃষকের বাড়ি মহারাষ্ট্রের বুলধানা জেলায়৷

পরিবারের অভিযোগ, চড়া সুদে ঋণ নিয়ে বীজ কিনেছিলেন৷ কিন্তু কম বৃষ্টির জেরে ফসল ভালো হয়নি৷ ফলে একগলা ঋণে ডুবে যান গজানন জয়ভায়ে৷ মহাজনদের অপমান সইতে পারছিলেন না আর৷ কয়েক দিন ধরেই চুপ করে গিয়েছিলেন৷ বিশেষ কথা বলতেন না৷ ফ্যাল ফ্যাল করে জমির দিকে চেয়ে থাকতেন শুধু৷
শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান৷ সোজা চলে যান নিজের খামারঘরে৷ সেখানেই প্রথমে বিষ খান৷ তারপর কাঠ ও খড় দিয়ে নিজের চিতা তৈরি করে আগুন লাগিয়ে তার উপর শুয়ে পড়েন৷ জীবন্ত পুড়ে মৃত্যু হয় তাঁর৷ রবিবার সকালে তাঁর পোড়া দেহটি উদ্ধার হয় খামারঘরে৷ পুলিশও জানিয়েছে, ঋণ পরিশোধ না-করতে পেরেই নিজেকে শেষ করার পথ বেছে নেন তিনি৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷