এলাকার রাস্তার বেহাল দশা! সরকারকে হোয়াটসঅ্যাপ করুন, জানুন বিস্তারিত


বর্ষাকালে শহর ও শহরতলির রাস্তার বেহাল দশা হয়। শুধু জমা জল ও নোংরা নয়, সঙ্গে যোগ হয় খানা-খন্দ। কোথাও গর্ত এতটাই গভীর হয় যে প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয়। যার ফলে নিত্যদিন দুর্ঘটনার ভয় লেগেই থাকে। কোথাও গাড়ি উল্টে যায় তো কোথাও মানুষ পড়ে গিয়ে চোট পান। এই অবস্থা থেকে নাগরিকদের উদ্ধার করতে এগিয়ে এল রাজ্য সরকার নিজেই।

রাজ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছে যেখানে আমজনতা নিজেদের এলাকার রাস্তার সমস্যা জানিয়ে অভিযোগ জানাতে পারবেন।

নম্বরটি শুধু হোয়াটসঅ্যাপ করার জন্য। ৯০৭৩৩৬২০০০। বাংলার যে প্রান্তেই আপনার বাড়ি হোক না কেন, নিজের এলাকার রাস্তার সমস্যা আপনি অবশ্যই জানাতে পারবেন এই নম্বরে।

শুধু খারাপ রাস্তাই নয়, কোনও রাস্তার কালভার্ট, ফ্লাইওভার, ওভারব্রিজ নিয়েও কোনও সমস্যা থাকলে সেটাও জানানো যাবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার চাইছে, নাগরিক সমস্ত পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আমজনতার কাছ থেকেও বার্তা এলে প্রশাসন অনেক তৎপরতার সঙ্গে কাজ করতে পারবে। সেই লক্ষ্যেই সরকার এগোতে চাইছে।