ইনফোসিসের পাঁচিল রাজারহাটে


দীর্ঘ ১২ বছর টানাপড়েনের পরে গত বছর রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, ইনফোসিসকে 'ফ্রি-হোল্ড' মালিকানায় জমি দেওয়ার। সঙ্গে জমি ব্যবহারে নানা ছাড়ও। ইনফোসিস জানায়, রাজারহাটে নতুন ক্যাম্পাস তৈরি শীঘ্রই শুরু হবে। সেই লক্ষ্যে এ বার ৫০ একর জমির পাঁচিল তৈরির দায়িত্ব হিডকোকে দিয়েছে সংস্থাটি। হিডকো ছ'কোটি টাকার দরপত্র ডেকেছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, ওয়ার্ক অর্ডার পাওয়ার তিন মাসের মধ্যে পাঁচিল তুলতে হবে।

হিডকো সূত্রের খবর, সম্প্রতি ইনফোসিস কর্তারা জমিতে পাঁচিল তোলার সিদ্ধান্ত নেন। গত সপ্তাহে দরপত্রের চায় হিডকো। এক কর্তা জানান, পাঁচিল তৈরি হবে প্রায় দু'কিলোমিটার এলাকা জুড়ে। তা শেষ হলেই কাজ শুরু করবে ইনফোসিস।

২০১০ সালে ৭৫ কোটি টাকায় রাজারহাটে ৫০ একর জমি কেনে ইনফোসিস। ৫০০ কোটি টাকা লগ্নি এবং ৫০০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয় তারা। কিন্তু সেজ বিতর্কে আটকে যায় প্রকল্প। এই জট খুলতে গত বছর জমির মিশ্র ব্যবহারের অনুমতি এবং 'ফ্রি-হোল্ড' মালিকানা দেওয়া হয়। সংস্থার প্রস্তাব মেনেই জমির ৫১% তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়। বাকি ৪৯ শতাংশে অন্য কাজ করা যেতে পারে।