স্কুল সার্ভিস কমিশনের বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের


কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের বদলির নির্দেশিকার উপর দু'সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের। পাঁচ জুলাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রশাসনিক কারণে বিভিন্ন জায়গায় বদলি করতে পারে বিজ্ঞপ্তি জারি করেছিল সার্ভিস কমিশন।

তাতে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকার মনে করলে যে কাউকে বদলি করতে পারবে। আর বদলির তিনদিনের মধ্যে ওই তাকে নতুন জায়গায় কাজে যোগ দিতে হবে। এরপরই ১৬ জুলাই BJP-র পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা ও সন্দীপ মণ্ডলকে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে বদলি করা হয়। 

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই দুই শিক্ষক। গতকাল বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীদের আইনজীবী বিবেকানন্দ বাউড়ি প্রশ্ন তোলেন, ৭২ ঘণ্টার মধ্যে কাউকে এভাবে বদলি করা হলে নতুন স্কুলে যোগ দেওয়া কি আদতে সম্ভব ? এরপরই বিচারপতি কমিশনের বদলির নির্দেশিকার উপর দু'সপ্তাহের স্থগিতাদেশ দেন।