ফেসবুকের সতর্কবার্তা, নাবালিকার আত্মহত্যার চেষ্টা রুখল অসম পুলিশ


গুয়াহাটি : ফেসবুকের সদর দপ্তর থেকে সতর্কতামূলক বার্তা পেয়ে এক নাবালিকাকে প্রাণে বাঁচাল অসম পুলিশ। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আত্মহত্যার ইচ্ছাপ্রকাশ করেছিল ওই নাবালিকা।

অসম পুলিশের DG কুলধর সইকিয়া বলেন, "সোমবার ফেসবুকের অ্যামেরিকার সদর দপ্তর থেকে রাজ্য পুলিশকে জানানো হয়, এক নাবালিকা আত্মহত্যার পরিকল্পনা করছে। রাজ্য পুলিশ তৎপর হয়ে মেয়েটিকে উদ্ধার করে।"

পুলিশের অপর এক আধিকারিক জানান, মেয়েটি ফেসবুকে লিখেছিল, "আজ আমি আত্মহত্যা করব।" মেয়েটি এবং তার পরিবারকে সাবধান করা হয়েছে। পোস্টটি সরিয়ে নিতে বলা হয়েছে।

জানুয়ারিতেও একই রকম ঘটনা ঘটেছিল। সেবার অসমের আজ়ারার এক নাবালককে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, সে ফেসবুকে লিখেছিল, তার বাবা-মা যদি একটি দামি ডিজিটাল ক্যামেরা না কিনে দেন সে নিজেকে শেষ করে ফেলবে। একটি ভিডিও পোস্ট করে সে তার হাতে কিছু কাটা চিহ্ন দেখিয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষ সতর্ক করার পর পুলিশ তাকে উদ্ধার করে।