ম্যাট্রিমনি সাইটে প্রতারণা, তরুণীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিল ‘পাত্র’


ম্যাট্রিমনি সাইটে প্রতারণার ফাঁদ। মিথ্যা পরিচয় দিয়ে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণার শিকার হুগলির এক তরুণী। ঘটনায় গুরুগ্রাম থেকে নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছে মিলল নগদ সাড়ে চার লক্ষ টাকা, ল্যাপটপ, ডেবিট কার্ড ও ৩৫টি মোবাইল। ওই তিন বিদেশিকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে রাজ্যে।

স্বামী-স্ত্রী আর সন্তান। ছোট পরিবার। কর্মব্যস্ত জীবনে আত্মীয় বা বন্ধুদের সঙ্গেও তেমন যোগাযোগ থাকে না। পাত্র বা পাত্রীর সন্ধান দেবে কে! ডিজিটাল যুগে সন্তানকে সংসারী করতে অভিভাবকদের ভরসা ম্যাট্রিমনি সাইট। অনেকে সময় আবার মনের মতো সঙ্গী পাওয়ার জন্য নিজেরাই ম্যাট্রিমনি সাইটে নাম নথিভুক্ত করেন তরুণ-তরুণীরা। ঠিক যেমনটা করেছিলেন হুগলির এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, ম্যাট্রিমনি সাইটে মিথ্যা পরিচয় দিয়ে তাঁর সঙ্গে আলাপ জমিয়েছিল এক যুবক। বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মাসখানেক আগে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনার তদন্তে নেমে গুরুগ্রাম থেকে নাইজেরিয়ার তিনজন নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ নগদ সাড়ে চার লক্ষ টাকা, ডেবিট কার্ড, ল্যাপটপ ও ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাদের ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে উত্তরপাড়ায়।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন ভাষা জানা যুবকদের নিয়োগ করত ওই তিন ভিনদেশি নাগরিক। নিজেদের কখনও ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার, কখনও আবার বেসরকারি সংস্থার পদস্থ আধিকারিকর পরিচয় দিয়ে ম্যাট্রিমনি সাইটে নাম নথিভুক্ত করত ওই যুবকেরা। এরপর বিবাহে ইচ্ছুক তরুণীদের সঙ্গে আলাপ জমিয়ে টাকা হাতিয়ে নিত তারা। এভাবেই ম্যাট্রিমনি সাইটে চলত প্রতারণার কারবার। অভিনব এই প্রতারণা ফাঁদ কতদূর ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।