ফেসবুকের মাধ্যমে প্রেমের জালে ফেলে সর্বস্ব লুঠ, ধরা পড়ার ভয়ে শ্বাসরোধ করে খুন


হাওড়া: ফেসবুকের মাধ্যমে শিকার ধরার ফাঁদ। শিকার তাতে পা দিলেই প্রেমের জালে ফেলে সর্বস্ব লুঠ। ধরা পড়ার ভয়ে শ্বাসরোধ করে খুন। হাওড়ায় এমনই নিখুঁত পরিকল্পনায় খুন হলেন যুবক। তুষার ঘোষ খুনের রহস্যভেদ করল পুলিশ।

হাওড়ায় তুষার ঘোষ খুনের কিনারা। ঘটনার একমাস পর খুনের রহস্য উদ্ধার হতেই কেঁচো খুঁড়তে কেউটে। সামনে এল সোশ্যাল সাইটকে হাতিয়ার করে প্রতারণার অভিনব পরিকল্পনা। প্রতারণা বুঝে ফেলাতেই খুন হন তুষার।

গত ৬ মে জগাছা প্রেস ক্লাব আবাসনের পুকুর থেকে উদ্ধার হয় তুষারের মৃতদেহ। প্রথমে এই ঘটনা সাধারণ মৃত্যু মনে হলেও দ্রুত নতুন মোড় আসে।

তুষারের আংটি, গলার হার ও মানিব্যাগ মেলেনি
তদন্তে নেমে কললিস্ট পরীক্ষা করে পুলিশ
উঠে আসে রিয়ার নাম খুনে মূল অভিযুক্ত রিয়া ভট্টাচার্য সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের পরিকল্পনা শুনে চোখ কপালে তদন্তকারীদের।

ফেসবুকে শিকার খুঁজত রিয়া

ফেন্ড্রশিপ পাঠিয়ে টোপ দেওয়া হত

সেভাবেই ফাঁদে পা দেন তুষার

কখনও বাহানা, কখনও ব্ল্যাকমেল - বেশ 

কয়েকবার তুষারের থেকে টাকা নিয়েছিল রিয়া। গত পাঁচই মে এনিয়ে তর্কাতর্কিও হয়। তারপরই তুষারকে খুন করে রিয়া ও তার ৩ সঙ্গী।
৫ মে ফোন করে তুষারকে ডাকে রিয়ার বন্ধু
মদ খাইয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তুষারকে
তুষারের হার, আংটি ও টাকাও হাতিয়ে নেয়
আরও একবার ফেসবুককে কাজে লাগিয়ে অপরাধ। আবার অপরাধীদের ধরিয়ে দিতেও সহায় সেই ফেসবুক ও কললিস্ট। সাইবার দুনিয়ায় অপরাধের জাল ক্রমশ ছড়াচ্ছে। এই ঘটনার পর তা আরও স্পষ্ট।