সপ্তম বেতন কমিশন অনুযায়ী অবসর-প্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীর জন্যে বড় ঘোষণা


নয়াদিল্লিঃ  বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেদিকে তাকিয়েই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বড়সড় সিদ্ধান্ত নিলেন মোদী। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বাড়তে চলেছে কয়েক লক্ষ অবসর-প্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মীর পেনশন। ভাতা বাড়তে চলেছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রের অধীনে থাকা কলেজগুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও। মোদী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ২৩ লক্ষ অবসর নেওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। আজ মঙ্গলবারই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পরেই মানব-সম্পদ উন্নয়ন প্রকাশ জাভেড়কর টুইট করেন, , "The @narendramodi govt has revised pension of retired faculty & other non-teaching staff in Central Universities and Colleges as per the recommendations of the 7th Central Pay Commission. Around 25000 present pensioners will benefit in Central Universities and #UGC maintained #Deemed to be #Universities to the tune of Rs. 6000 to Rs.18000."

এরপরে তিনি ফের টুইট করে জানান, "This move of govt will benefit approx 8 lakh teachers & 15 lakh non–teaching staff who retired from State Public Universities & affiliated colleges, who wish to adopt or have adopted Pay Scales prescribed for Central Universities." ।