৫ বছর বিনামূল্যে দেখা যাবে টিভি, ১ বছর ফ্রি সমস্ত HD চ্যানেল দেবে রিলায়েন্স


ডিটিএইচ রিচার্জ করাতে করাতে ফতুর হয়ে যাচ্ছেন। কেবল কানেকশনের বিল আকাশছোঁয়া? ভাবছেন, যদি ফিরত পুরনো দিন, ছাদের মাথায় অ্যান্টেনা লাগালেই দেখা যেত মন মতো টিভি চ্যানেল... তাহলে বলি, আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। সত্যিই বিনামূল্যে দেখা যাবে টিভি। তাও আবার টানা ৫ বছরের জন্য। এমন অফার আনতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। ২০ জুন থেকে শুরু হবে বুকিং।



ডিটিএইচ রিচার্জ করাতে করাতে ফতুর হয়ে যাচ্ছেন। কেবল কানেকশনের বিল আকাশছোঁয়া? ভাবছেন, যদি ফিরত পুরনো দিন, ছাদের মাথায় অ্যান্টেনা লাগালেই দেখা যেত মন মতো টিভি চ্যানেল... তাহলে বলি, আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। সত্যিই বিনামূল্যে দেখা যাবে টিভি। তাও আবার টানা ৫ বছরের জন্য। এমন অফার আনতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। ২০ জুন থেকে শুরু হবে বুকিং।

রিলায়েন্স বিগ টিভির তরফে জানানো হয়েছে, নতুন ভাবে বাজারে ফিরছে তারা। সেজন্য ৫ বছরের জন্য ৫০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল বিনামূল্যে দেখার সুযোগ দেবে ডিরেক্ট টু হোম পরিষেবা প্রদানকারী সংস্থাটি। এখানেই শেষ নয়, টানা ১ বছর সমস্ত পেইড চ্যানেল দেখা যাবে এই কানেকশনে। 

এবার গ্রাহকদের এইচডি সেট টপ বক্স দিতে চলেছে রিলায়েন্স বিগ টিভি। অর্থাত্ আরও ঝকঝকে ছবি ও স্পষ্ট আওয়াজ শোনা যাবে টিভিতে। এছাড়া তাদের সেট টপ বক্সে থাকে রেকর্ডিং, ইউএসবি পোর্ট। ১ বছর সমস্ত এইচডি চ্যানেল ফ্রিতে দেখা যাবে রিলায়েন্স বিগ টিভিতে। 

২০ জুন থেকে শুরু হচ্ছে রিলায়েন্স বিগ টিভির বুকিং। প্রথম পর্বে রাজস্থান, পঞ্জাব, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমে প্রি-বুকিং শুরু হবে। 

রিলায়েন্স বিগ টিভির ওয়েবসাইটে গিয়ে ৪৯৯ টাকা দিয়ে প্রি-বুকিং করতে পারবেন গ্রাহকরা। পরে দিতে হবে আরও ১৫০০ টাকা। 

নতুন এই প্ল্যান ভারতের বিনোদন দুনিয়ায় বিপ্লব আনবে বলে জানিয়েছে বিগ টিভি কর্তৃপক্ষ।