জল ছাড়াই ৭০ বছর কাটিয়ে দিয়েছেন এই যোগী


মেহসানা(গুজরাত) : কথায় আছে, জলই জীবন৷ আর সেই জল ছাড়াই কেটে গেল ৭০ টা বছর৷ এমনটাই দাবি করলেন এক যোগী৷ জানা গিয়েছে, তিনি গুজরাতের বাসিন্দা৷ নাম প্রল্হাদ জানি৷ বয়স ৮৯ ছুঁইছুঁই৷ সাত দশক ধরে তিনি নাকি বেঁচে রয়েছেন জল এবং খাবার ছাড়াই৷

আশির কোঠার যোগীর পরনে রয়েছে লাল রঙের বস্ত্র৷ পেয়েছেন 'মাতাজি'র তকম৷ শারীরিক দিক থেকেও বেশ সক্ষম৷ তবে, কাজ নিয়ে তিনি বেশ গর্বিত৷ ইতিমধ্যেই তাঁর বেঁচে থাকার ধরণ হয়ে উঠেছে বিজ্ঞানীদের আগ্রহের বিষয়বস্তু৷ অনেক ধরণের শারীরিক পরীক্ষাই করা হয়েছে৷

গবেষণা থেকে বাদ যায়নি তাঁর আশ্রমের গাছগুলিও৷ তবে, এই আশ্চর্য ধরণের জীবনযাপনের রহস্য খুঁজতে ব্যর্থ হয়েছেন বিজ্ঞানী সহ চিকিৎসকরা৷ এর আগে প্রল্হাদ জানিকে নিয়ে গবেষণা করা হয়েছিল ২০১০ সালে৷ যেখানে দুটি বড় সংস্থা যৌথভাবে করেছিল গবেষণাটি৷ টানা ১৫ দিনের ক্যামেরার নজরবন্দিতে রাখা হয়েছিল তাঁকে৷

এমারআই, এক্স-রে সহ একাধিক শারীরিক পরীক্ষা নেওয়া হয়৷ গবেষণার ফল হিসেবে জানানো হয় যে প্রল্হাদ জানি, তাঁর শরীরিক অভিযোজন ক্ষমতা সাধারণের থেকে অনেক বেশি৷ 'ধ্যান'ই নাকি তাঁকে জীবনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়৷ শিষ্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর কাছে আসেন সমস্যা সমধানের আশায়৷ বিনা পারিশ্রমিকেই তিনি তাঁদের সাহায্য করেন৷ তাঁর আর্শীবাদ থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক রাজনৈতিক নেতারাও৷