ঝড়, ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিনস, গৃহহীন ১৭ হাজার


ম্যানিলা: শনিবার গভীর রাতে কেঁপে উঠল ফিলিপিনস৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২৷ দক্ষিণ ফিলিপিনসের মিনদানাও দ্বীপে এই কম্পন অনুভূত হয়৷ মার্কিন ভূতাত্বিক সংস্থার তথ্য অনুযায়ী পুন্ডগুইটান উপকূল অঞ্চল থেকে প্রায় ১০১ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই কম্পনের উৎসস্থল৷

তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷ তবে ভূমিকম্প ক্ষয়ক্ষতি না হলেও, ক্রান্তীয় ঝড় উসমানের সৌজন্য গৃহহীন প্রায় ১৭হাজার মানুষ৷ ফিলিপিনস জুড়ে ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে৷ গোটা দ্বীপ জুড়েই বন্যা ও ভূমি ধ্বসের আশংকার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷

তবে কম্পনের উৎসস্থল থেকে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স উপকূলের ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছিল। ০.‌৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও তা হয়নি। প্রায় এক মিনিট ধরে কাঁপতে থাকে মাটি। মানুষজন ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু বাড়িঘর ভেঙে পড়েছে, তবে কেউ হতাহত হয়নি।

এদিকে ঝড়ে তাণ্ডবে আপাতত বিধ্বস্ত ফিলিপিনসের বিভিন্ন এলাকা৷ বারোটিরও বেশি বিমান বাতিল করা হয়েছে৷ ২৫ ডিসেম্বর এই ঝড় আছড়ে পড়লেও এখনও তার রেশ রয়ে গিয়েছে৷