সীমান্তে ৬০০ ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান


মুখে বন্ধুত্বের কথা বলছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, আর তলে তলে সীমান্তে ভারতের দিকে তাক করে ৬০০ ট্যাঙ্ক মোতায়েন করছেন। এমনই দ্বিমুখি চরিত্র পাকিস্তানের। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছেন ভারতে চাপে রাখতে এবার সীমান্তে ৬০০টি উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক মোতায়েন করছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে রাশিয়া থেকে কেনা টি–৯০ ট্যাঙ্ক।

প্রত্যেকটি ট্যাঙ্কই তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারে। অর্থাৎ ভারতে সীমান্তের ভেতর অনেকদূর পর্যন্ত টার্গেট করতে সক্ষম এই ট্যাঙ্কগুলি। এখানেই শেষ নয় পাক সেনাকে শক্তিশালী করতে ২৪৫টি ১৫০ এমএম এসপি মাইক–১০ বন্দুকও ইতালি থেকে কেনা হয়েছে। তারমধ্যে ১২০টি বন্দুক ইতিমধ্যেই হাতে পেয়ে গিয়েছে পাক সেনা।

সূত্রের খবর রাশিয়া থেকে এই উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক কিনেছে পাকিস্তান। অথচ স্বাধীনতার পর থেকে রাশিয়াকেই অস্ত্র কেনার জন্য সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করত ভারত। একই সঙ্গে ভারতে নাশকতায় মদত দেওয়ারও কাজ করছে পাকিস্তান।

এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বারবার ভারতকে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়ে চলেছেন। আর একদিকে সীমান্তে শক্তি বাড়াচ্ছে পাক সেনা।