বর্ষবরণের রাতে ইভটিজিং রুখতে রাস্তায় নামছে ৪০ হাজার পুলিশ


মুম্বই: বর্ষবরণের রাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর মুম্বই পুলিশ৷ ওই দিন মহিলাদের সঙ্গে অভব্যতা, উচ্ছৃঙ্খলতা, শ্লীলতাহানির ঘটনা এড়াতে রাস্তায় নামানো হচ্ছে ৪০ হাজার পুলিশ৷ থাকছে সাদা পোশাকের পুলিশ৷ জায়গায় জায়গায় বসছে ক্যামেরা৷ শনিবার জানিয়েছে মুম্বই পুলিশের এক উচ্চ আধিকারিক৷
 
পুরুষদের সঙ্গে মহিলারাও বর্ষবরণের আনন্দে মেতে ওঠেন৷ তবে ওই দিন পুলিশের কাছে মহিলাদের সঙ্গে অভব্য আচরণের ভুরি ভুরি অভিযোগও জমা পড়ে৷ এই ধরনের ঘটনা আটকাতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মুম্বই পুলিশ স্পেশাল স্কোয়াড নামাবে৷ মহিলাদের সঙ্গে কোনও অপ্রীতিকর বা ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটলেই তৎক্ষণাত ব্যবস্থা নেবেন তারা৷ এছাড়া রাস্তায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনও করা হবে৷ মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার এম সিনজে জানান, বর্ষবরণের রাতে ৪০ হাজার পুলিশকে রাস্তায় নামানো হবে৷ মুম্বই পুলিশ ছাড়া সেখানে থাকবে রিজার্ভ ফোর্স, হোম গার্ড ও বম্ব স্কোয়াড৷

জনবহুল জায়গাগুলিতে একদিন আগে থেকেই টহল দিতে শুরু করেছে অ্যান্টি স্যাবোটাজ স্কোয়াড ও বম্ব স্কোয়াড৷ এছাড়া এই সময় শহরে বেআইনি কার্যকলাপের ঘটনা বহুগুণ বেড়ে যায়৷ তাই দু'দিন আগে থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ৷ শুক্রবার আন্ধেরীর একটি গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ৯৪৫ বোতল দামি বিদেশি মদ৷ যার বাজারমূল্য ৬ লক্ষ টাকা৷ গোতু গুরজর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে৷