সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, পুড়ে গেল দোকান, বন্ধ ট্রেন


সন্তোষপুর স্টেশনের পাশে শনিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল অসংখ্য দোকান। ঠিক কী কারণে, স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন লেগেছে, তা এখনও বোঝা সম্ভব হয়নি। এদিন রাতে সন্তোষপুর রেল স্টেশনের পাশে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পাওয়া গিয়েছে, একে একে ফল, সবজি সহ স্টেশন সংলগ্ন এলাকার সমস্ত দোকান পুড়ে যায়। প্রচণ্ড তাপে বেঁকে যায় টিন। এলাকায় পৌঁছয় বিশাল দমকল বাহিনী। রাত দশটা পর্যন্ত খবর পাওয়া গিয়েছে, দমকল কর্মীরা আগুন কিছুটা নিয়ন্ত্রণ এনেছেন। কোথাও ভিতরে আগুন রয়েছে কি না, সেটা এখন খতিয়ে দেখছেন তাঁরা।

এই ঘটনার ফলে সন্ধ্যের পর থেকেই বন্ধ হয়ে যায় শিয়ালদা বজবজ শাখার ট্রেন চলাচল। ট্রেন আটকে যায় আকড়া স্টেশনে। আগুন এতটাই বড় আকার ধারণ করে যে রাত পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। সন্তোষপুর স্টেশনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাতে বড় কোনও বিপদ না ঘটে, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত কোনও ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অসংখ্য দোকান পুড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।