৭,৭১৮ কোটি টাকা লোকসানের মুখে স্টেট ব্যাংক! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত তো?


মুম্বই: বড় অঙ্কের লোকসান হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। ২০১৮-র জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিক হিসেবে দেখা গিয়েছে অন্তত ৭,৭১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে এই ব্যাংকে। ব্যাংকের নতুন নিয়মে অনাদায়ী ঋণের জন্য গচ্ছিত টাকার পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে, তার জন্যই এই লোকসান বলে মনে করা হচ্ছে।

অনুমান করা হয়েছিল, ১২৮৫ কোটি টাকা ক্ষতি হতে পারে। কিন্তু আদতে তার জয়েকগুন বেশি লোকসান হয়েছে বলে খবর। গত ডিসেম্বরের ত্রৈমাসিক হিসেবে স্টেট ব্যাংক ২৪১৬ কোটি টাকা ক্ষতির হিসেব দিয়েছিল।

আগেই স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে, ব্যাংকের এই ত্রৈমাসিকের ফল খারাপ হবে। এর আগে এত খারাপ ফল কখনও হয়নি। এমনটাই জানিয়েছেন, আইডিবিআই ক্যাপিটালের হেড অফ রিসার্চ একে প্রভাকর।
 
স্টেট ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিন মাসে অনাদায়ী ঋণের শতকরা পরিমাণ মোট ঋণের তুলনায় ১০.৩৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০.৯১ শতাংশে।