ত্রিপুরায় অসময়ের বন্যায় মৃত ৬, ঘরছাড়া ১৮ হাজার


বর্ষা মরশুম শুরুর আগেই একটানা ভারী বর্ষণে বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায়। গত ৪৮ ঘণ্টা ধরে বৃষ্টির জেরে ত্রিপুরার বেশকিছু অঞ্চল এখন জলমগ্ন। সরকারি হিসেবে, এ পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘরহারা ১৮ হাজার মানুষ।

পরিস্থিতি বিবেচনা করে সোমবার দুর্গতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। যাঁদের ঘর ভেঙেছে তাঁরা ক্ষতিপূরণ বাবদ পাবেন ১ লক্ষ টাকা করে। 

রাজ্যের ইমার্জেন্সি অপারেশান কেন্দ্র ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বৃষ্টিতে ধস নামায় জখম হয়েছেন আরও ৩ জন। রাজ্যের ৭১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৭,৮৪০ জন। 

রাজধানী আগরতলার কয়েকটি অঞ্চল ছাড়াও প্রাক বর্ষার বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম ত্রিপুরা, খোওয়াই, গোমতী জেলা। গোমতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। আবহওয়া দপ্তর এদিন সর্তক করে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগ কাটার সম্ভাবনা কম। আরও বৃষ্টি হতে পারে। 

সোমবার নিজের বিধানসভা কেন্দ্র বনমালীপুর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানেই ক্ষতিপূরণ ঘোষণা করেন।