অপারেশনের পর পেটের ভিতরেই থেকে গেল স্পঞ্জ, ডাক্তারদের ভুলে মৃত মহিলা

ফের ডাক্তারদের গাফিলতির শিকার এক মহিলা। অপারেশনের পর ডাক্তারদের ভুলে তাঁর শরীরের ভিতরেই থেকে যায় একটি স্পঞ্জ। যার ফলে মৃত্যু হয়েছে ওই মহিলার। 

জম্মু ও কাশ্মীরের কিসতওয়ার জেলার ঘটনা। গত মাসে গল ব্লাডারের স্টোন অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৮ বছরের ওই মহিলা। অপারেশনের পর ভুল করে একটি সার্জিক্যাল স্পঞ্জ তাঁর শরীরের ভেতরে রেখেই ডাক্তাররা সেলাই করে দেন বলে অভিযোগ। এরপরই সেপ্টিসিমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই মহিলার। 

অপারেশনের কিছুদিন পর থেকেই পেটে ব্যাথা হতে থাকে তাঁর। ফের হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর সিটি স্ক্যান করানো হলে দেখা যায়, তাঁর পেটের ভিতরে রয়ে গিয়েছে একটি স্পঞ্জ। ওই মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার কিসওয়ার থানার সামনে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। গরিব ঘরের ওই মহিলা তাঁর কানের দুল বিক্রি করে অপারেশন করিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর আত্মীয়-স্বজনেরা। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।