নমোর বিদেশ সফরেই শুধু ব্যয় ₹২,০১২ কোটি!


কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের পিছনেই বিপুল টাকা ব্যয় হয়েছে। সরকারি সূত্র বলছে, কেন্দ্রের এ জন্য খসেছে ২ হাজার ১২ কোটি টাকারও বেশি। এর মধ্যে চার্টার্ড ফ্লাইট, বিমান রক্ষণাবেক্ষণ ও হটলাইন সুবিধের খরচও ধরা হয়েছে। 

জানা গিয়েছে, ২ হাজার ১২ কোটি টাকার মধ্যে ১,৫৮৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিমান রক্ষণাবেক্ষণে।

বৃহস্পতিবার সংসদে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিং নরেন্দ্র মোদীর ২০১৪ সাল থেকে এ পর্যন্ত যাবতীয় বিদেশ সফরের খরচের একটি বিশদ তালিকা পেশ করেছেন। সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে।