বড়দিনে মোদীর নয়া উপহার: চিনকে চাপে রাখবে ভারতের দীর্ঘতম সেতু


নয়াদিল্লি: প্রতিবেশী রাষ্ট্র চিনকে চাপে রাখতে ভারতের হাতে ফের এক নয়া হাতিয়ার৷ ব্রহ্মপুত্র নদের ওপর দীর্ঘতম রেল-কাম-রোড ব্রীজ Bogibeel Bridge-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

আগামী ২৫ ডিসেম্বর এর শুভ উদ্বোধন৷ চিনের সীমান্ত ঘেঁষে এই ব্রীজের মাধ্যমে সেনারা দ্রুত যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে৷

১৯৯৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবে গৌড়া এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন৷ তবে এর মূল কাজ শুরু হয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় ২০০২ সালে৷

৪.৯৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু শুধু অরুণাচল-অসমের মধ্যে দূরত্বই কমাবে না, সেই সঙ্গে সেনাদের একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতে সুবিধা হবে৷

অসম-অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে ২০কিলোমিটার দূরে রয়েছে এই সেতুটি৷ প্রসঙগত, গত বছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢোলা-সাদিয়া সেতুর উদ্বোধন করেছিলেন৷ এটি ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত৷