ঘুমন্ত মহিলাকে যৌন হেনস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রে চরম পরিণতি ঘটল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর


বিমান সফরে এক ঘুমন্ত মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী প্রভু রামমূর্তির বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেট্রয়েটগামী বিমানের এই ঘটনার জেরে সেদেশের আদলত প্রভুকে ৯ বছরের কারাবাসের সাজা দিয়েছে।

উল্লেখ্য, তথ্য প্রযুক্তি কর্মী প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটে ছিলেন। সেখানে লাস ভেগাস থেকে ডেট্রয়েট যাওয়ার পথে বিমানে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। অভিযোগ, বিমান সফরে ওই মহিলা ও তাঁর স্বামীর মাঝের সিট-এ ছিলেন প্রভু। সফরকালে মহিলা ঘুমিয়ে পড়লে, প্রভু রামমূর্তি সেখানে নিজের পোশাক খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করেন, পাশাপাশি মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই প্রভুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।

জানুয়ারি মাসের এই ঘটনার শুনানি হয় সদ্য।সেখানে মার্কিন আদালতের তরফে ৯ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে ভারতীয় ওই তথ্য় প্রযুক্তি কর্মীকে। প্রথম অভিযোগকারীর আইমনজীবীর তরফে ১১ বছরের সাজার দাবি করা হলেও তা পরে, ৯ বছরের সাজার কথা শোনায় আদালত। সাজা শেষ হলেও প্রভুকে ভারতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।