অপটাস স্টেডিয়ামের গ্রিন টপে বোলিং করছে ভারত


অপটাস স্টেডিয়ামের গ্রিন টপে অভিষেক টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজি অধিনায়ক টিম পেইনের৷ অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট জিতে প্রথমবার অস্ট্রেলিয়ায় ১-০ এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টে নামছে টিম ইন্ডিয়া৷ চার পেসার নিয়ে মাঠে নামল ভারত৷ চোটের জন্য এই টেস্টে নেই রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন৷ রোহিতের পরিবর্তে দলে এসেছেন হনুমা বিহারী এবং অশ্বিনের জায়গায় উমেশ যাদব৷

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দিয়ে অভিষেক হল নবনির্মিত পারথের অপটাস স্টেডিয়ামের৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ১০ নম্বর টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ ঘটল অপটাসের৷ ব্রিসবেনের পর পারথ হল অস্ট্রেলিয়ার দ্বিতীয় শহর, যেখানে রয়েছে দু'টি করে টেস্ট ভেন্যু৷ অপটাস স্টেডিয়ামের ড্রপ-ইন গ্রিন টপ নিয়ে ক্রিকেটবিশ্বের চর্চা ছিল বৃহস্পতিবার থেকেই৷
 
এদিন টস জিতে অজি অধিনায়ক পেইন বলেন, 'আমরা প্রথম ব্যাটিং করতে চাই৷ প্রচন্ড গরমে পিচ পরের দিকে ক্র্যাক হবে৷ সুতরাং প্রথমে ব্যাটিং করতে পেরে খুশি৷ টস হারার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, 'এখানে আমরাও প্রথমে ব্যাটিং করতে চাইতাম৷ কিন্তু টসে হার-জিত আমাদের হাতে নেই৷ তবে এখানে ওয়ান ডে ম্যাচ দেখেছি৷ বোলাররাও পিচ থেকে সাহায্য পাবে৷'

ভারতীয় দল: মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং ইশান্ত শর্মা৷

অস্ট্রেলিয়া দল: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং জোস হ্যাডেলউড৷