বর্ডারে পৌঁছলেই দ্রুত দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে


আটারি সীমান্ত (পাঞ্জাব): ইতিমধ্যে পাকিস্তানে ভারতীয় হাই-কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে। জানা যাচ্ছে সড়ক পথে ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে অভিনন্দনের কনভয়। জানা যাচ্ছে লাহোরে রেডক্রসের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে বায়ুসেনার এই পাইলটকে। বিভিন্ন সংবাদপত্র এই বিষয়ে খবর প্রকাশিত করলেও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি।

লাহোর থেকে ওয়াঘা-আটারি সীমান্ত পর্যন্ত অভিনন্দকে আনা হবে সড়ক পথে। ওয়াঘা-আটারি বর্ডারে সেখানে বায়ুসেনার আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে। ইতিমধ্যে বর্ডারে পৌঁছে গিয়েছেন বায়ুসেনার আধিকারিকরা। এরপরেই সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে।

মনে করা হচ্ছে বিকেল ৩-৪টে নাগাদ সীমান্তে পৌঁছে যাবেন অভিনন্দন। বায়ুসেনার আধিকারিকদের সঙ্গেই তিনি রাজধানীতে যাবেন। দিল্লির পালেমা এয়ারপোর্টে পৌঁছবেন অভিনন্দন। সেখানে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা হতে পারে।

ইতিমধ্যে ওয়াঘা-আটারি সীমান্তে প্রচুর মানুষের ভিড়। অভিনন্দনকে স্বাগত জানাতে হাজির হচ্ছেন লক্ষাধিক মানুষ।