চারদিন ধরে নিখোঁজ, ঝাড়খণ্ডে নদীতে মিলল বর্ধমানের কৃষকের দেহ


কাটোয়া: শেষ পর্যন্ত স্থানীয়দের আশঙ্কাই সত্যি হল। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর পূর্ব বর্ধমানের ভাতার থানার আলিনগর গ্রামের কৃষক নোরাই মল্লিকের দেহ উদ্ধার হল ঝাড়খন্ড থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে দেহটি নদীতে ফেলে দিয়েছে আততায়ীরা।

জানা গিয়েছে, বছর দুয়েক আগে বোরো চাষের মরশুমে ধান কাটার মেশিন নিয়ে পূর্ব বর্ধমানের ভাতারে এসেছিলেন ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী। তখন চুক্তির ভিত্তিতে মেশিনটি ভাড়া খাটানোর ব্যবস্থা করে দিয়েছিলেন নোরাই। সেই সূত্রেই তাঁর কাছে টানা পাওয়া হয়েছিল ভিন রাজ্যের ওই ব্যবসায়ীরা। শুক্রবার মাঠে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান নোরাই মল্লিক। পরিবারের লোকেদের দাবি, ঘটনার দিন পাওনা টাকার নিতে তাঁদের বাড়িতে এসেছিলেন ভিন রাজ্যের ওই ব্যবসায়ীর দুই কর্মচারী। তারাই নোরাইকে অপহরণ করে ঝাড়খণ্ডে নিয়ে গিয়েছে। চার দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই কৃষকের।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকায় গঙ্গা নদীতে একটি দেহ ভাসতে দেখা গিয়েছিল। পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হোয়াটস অ্যাপে ছবি দেখে নোরাই মল্লিকের দেহ শনাক্ত করেন পূর্ব বর্ধমানের ভাতারের আলিনগর গ্রামের বাসিন্দারা। দাবানলে মতো নোরাইয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তেতে ওঠে এলাকা। ভাতারের আলিনগর গ্রামের চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ।