লোকসভা ভোট ঠিক সময়ে, জানাল নির্বাচন কমিশন


নয়াদিল্লি: ঠিক সময়ে হবে লোকসভা ভোট৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন নির্ধারিত সময়ে ভোট হবে৷

পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে সীমান্তে এখন যুদ্ধের আবহ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়৷ কোনও কোনও মহল থেকে গুঞ্জনও ছড়ায় ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন কমিশন৷ কিন্তু এদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যের পর সেই সব জল্পনা ধামাচাপা পরে গেল৷

তবে ক'দফায় নির্বাচন হবে এই নিয়ে তিনি কিছু জানাতে চাননি৷ সূত্রের খবর, ভারত-পাক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে কমিশন৷ দুই দেশের মধ্যে যদি উত্তেজনা সাময়িক কমে তাহলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে কমিশন৷ দাবি ওই সূত্রের৷