ভারত-পাক অশান্তির মাঝে রাজধানীর ২৯ জায়গায় জারি হাই অ্যালার্ট


নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর রাজধানী দিল্লির উপর হামলার ছক সামনে এসেছে৷ গোয়েন্দা সংস্থাগুলি অ্যালার্ট জারি করে জানিয়েছে জঙ্গি সংগঠন দিল্লিতে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল৷ অ্যালার্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানে গা ঢাকা দেওয়া বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি জম্মু কাশ্মীর ছাড়া দিল্লি কেউ টার্গেট করছে৷

ধৃত জইশ এবং অন্যান্য কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্যদের জেরা করে এই অ্যালার্ট জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি৷ সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে দেশের কিছু রেল স্টেশন, তেলের ডিপো ও বেশ কয়েকজন নেতা জঙ্গিদের নিশানায় রয়েছেন৷

আজতক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই রিপোর্টে বলা হয়েছে সেনা এবং পুলিশের প্রাক্তন কর্তা যারা জঙ্গিদের ধরপাকড় করেছেল তারাও জঙ্গিদের হিট লিস্টে রয়েছে৷ অ্যালার্টে প্রতিটি রাজ্যের পুলিশকে নির্দেশ দিয়েছে পুরোনো মামলায় ধৃত জইশ, লস্কর, ইন্ডিয়ান মুজাহিদ্দিন, সিমির জঙ্গিদের উপরও কড়া নজরদারি চালাতে৷

এজেন্সির রিপোর্টে সবথেকে গুরুত্বপুর্ণ বিষয় হল জঙ্গিরা দেশের রাজধানী দিল্লির ২৯টি জায়গাকে টার্গেট করেছে৷ এই জায়গাগুলি জঙ্গিদের হিটলিস্টে রয়েছে বলে জানা যাচ্ছে৷ এই লিস্টে ইন্ডিয়া গেট,সেনা ভবন, প্রেসিডেন্ট হাউস, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট রয়েছে বলে সংবাদ মাধ্যম জানাচ্ছে৷ এছাড়া সরোজনী নগর বাজার, চান্দনি চক, পালিকা বাজার, লোটাস টেম্পলের মতো জায়গাও জঙ্গিদের টার্গেট লিস্টে আছে বলে জানা যাচ্ছে৷

হামলার জন্য জঙ্গিদের নজর বিমানবন্দরের পার্কিং এলাকা, দিল্লির রেলওয়া স্টেশন, দিল্লি বিশ্ববিদ্যালয়, এম্স,ডিফেন্স কলেজ, MEA অফিসের উপরও রয়েছে৷