সরকারি কর্মীর লালসার শিকার, ৩ মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা


এক ৩০ বছর বয়সি সরকারি কর্মীর লালসার শিকারে গর্ভবতী হল এক ১৬ বছর বয়সি নাবালিকা গৃহপরিচারিকা। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার মছলিপত্তনাম শহরের গিল্লিকল্লা দিন্দি গ্রামের এই ঘটনায় ইতমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে জেলার শিশু সুরক্ষা দফতর। অভিযুক্তের নাম লোহিতকৃষ্ণ স্বামী। পুলিশের তরফে স্থানীয় হাপাতালে নাবালিকাটির পরীক্ষা করানো হলে চিকিৎসকেরা জানান, সে তিন মাসের অন্তঃসত্ত্বা।

নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছে, প্রতি দিন সে ও তার এক কাকিমা অভিযুক্তের বাড়ি কাজ যান। প্রতিদিন কাজ সেরে দ্রুত অভিযুক্তের বাড়ি থেকে বেড়িয়ে তারা অন্য বাড়িতে যান কাজে। কিছুদিন আগে হঠাৎ লোহিতকৃষ্ণ তার মেয়ে কে রাতে নিজের বাড়ি ডাকে। নির্যাতিতার মায়ের দাবি সেই দিনই লোহিত স্বামী তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালায়। এরপরই পুলিশের তরফে এক মহিলা পুলিশ কর্মী ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বেশ কিছু দিন ধরে একই গ্রামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু বেশ কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলেও, অভিযুক্তের আসল পরিচয় এখন জানাযায়নি।