জামাত-ই-ইসলামি 'ব্যান' হল কাশ্মীরে


ভারত বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে জামাত-ই-ইসলামি জম্ম-কাশ্মীরকে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭-র আওতায় সংগঠনটির উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

সরকারি আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন জামাত-ই-ইসলামি জম্মু-কাশ্মীরকে কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করেছে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠকের পর স্বারাষ্ট্রমন্ত্রক এই নিষেধাজ্ঞা আরোপের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সরকারি ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জঙ্গি সংগঠনগুলির সঙ্গে নিবিড় যোগ রয়েছে জামাত-ই-ইসলামির। কাশ্মীরে সন্ত্রাসবাদ ও চরমপন্থায় সংগঠনটি মদত দিয়ে চলেছে। সম্প্রতি ১৫০ জামাত নেতাকে গ্রেফতারও করা হয়। তার পরেই এই সিদ্ধান্ত ঘোষণা।