দু’দিনে ভারত সীমান্তে ৩৫ বার গোলাবর্ষণ পাকিস্তানের


শ্রীনগর: একদিকে যেখানে আলোচনার কথা বলছে পাকিস্তান, অন্যদিকে সেখানেই পাক সেনা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে৷ গত ২ দিনে পাকিস্তান ৩৫বার এই কাজ করেছে৷ পুঞ্চের পরিস্থিতি ভয়াবহ বলে জানা যাচ্ছে৷ একইসঙ্গে কৃষ্ণাঘাঁটি এবং মানকোট সেক্টরেও একই অবস্থা৷

সূত্রের খবর, মানকোটে পাক গোলাবর্ষণে এক মহিলার মৃত্যু হয়৷ বৃহস্পতিবার দিল্লিতে ভারতের তিন সেনার (জল, স্থল, আকাশ) সাংবাদিক সম্মেলন করে৷ সেখানে বায়ুসেনা বলেন, পুলওয়ামার পরে পাকিস্তানে এয়ারস্ট্রাইক করে এবং জঙ্গি ঘাঁটি গুলি গুঁড়িয়ে দেয় বলে দাবি করে৷ এরপর পাকিস্তান এলওসি-তে টানা গোলাবর্ষণ করেই চলেছে৷ দুইদিনে এই সংখ্যা ৩৫-এ গিয়ে দাঁড়ায়৷
 
প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তান মর্টার ছোঁড়ে৷ এক মহিলার মৃত্যু হয় এবং এক জওয়ান আহত হন এতে৷ পাল্টা জবাব দেয় ভারতও৷ ২০১৮ সালে এলওসি-তে পাকসেনা বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে৷ প্রায় ২৯৩৬ গুলি ছোঁড়ে তারা৷ প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনারাও৷ পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনাতে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়েছিলেন, সন্ত্রাস আর আলোচমানা একইসঙ্গে চলতে পারে না৷

চলতি বছরে ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা চালায় জইশ জঙ্গি সংগঠন৷ এই হামলার সঙ্গে পাকিস্তান ওতোপ্রোতভাবে যুক্ত বলে মনে হয়৷ শহিদ হন ভারতের ৪০ সিআরপিএফ জওয়ান৷ এরপরেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ৷ প্রতিশোধের আগুন জ্বলতে থাকে৷ ১২দিনের মধ্যে ভারতের বায়ুসেনা এয়ারস্ট্রাইক চালায় পাক অধিকৃত বালাকোটে৷

জানানো হয়, ১২ মিরাজ-২০০০ যুদ্ধবিমান ১০০০ পাউন্ড বোমা নিক্ষেপ করে বালাকোটের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে৷ এতে সেগুল গুঁড়িয়ে যায়৷ জঙ্গিও খতম হয়৷ তবে সেই সংখ্যা ঠিক জানা যায়নি৷ তার ২৪ ঘন্টার মধ্যে কয়েকটি পাক সেনা ক্যাম্প ধ্বংস করে ভারত৷