ফের ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ৫


মোগাদিশু: এবার গাড়িবোমা বিস্ফোরণ৷ বৃহস্পতিবার সোমালিয়ার রাজধানীতে একটি হোটেলের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণে ৫ জনের প্রাণ গিয়েছে৷ জানা গিয়েছে, এর ঘটনার পিছনে হাত রয়েছে আল-শাবাব গোষ্ঠীর৷

জানা গিয়েছে, আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের ডিরেক্টর আবদুকাদির আবদিরহমান বলেন, আমাদের দল ৫ দেহ উদ্ধার করেছে, ২৫ আহত৷ এখনও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে তারা৷ কিন্তু এই মোগাদিশুকে প্রায়ই নিশানা করে এই শাবাবের সদস্যরা৷

গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেই সঙ্গে গুলও চালানো হয়৷ পুলিশ আধিকারিক মহম্মদ ফারাহ জানান, মকা এল-মুকারামা রোডের কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ হয়৷

সেই সঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণের পরেই গুলি চলে, কিন্তু কে সেই গুলি চালায় তা জানা যায়নি৷

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি, পাকিস্তানের দারা মুরাদ জামেলির কাছে প্রবল বিস্ফোরন ঘটে। বিস্ফোরণে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পাঁচজন গুরুতর আহত হয়। আহত সবাইকে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থল পুরো ঘিরে ফেলে পাকিস্তান পুলিশ এবং সেনাবাহিনী।

পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিস্ফোরণটি ঘটে দারা মুরাদ জামেলির মজদুর চকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর পর্যন্ত শোনা যায় আওয়াজ। এর ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পাকিস্তানের মানুষের মধ্যে। রীতিমত ছোটাছুটি পড়ে যায় বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম। যার কারণে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।