₹৭ লক্ষের জালনোট-সহ শহরে গ্রেফতার ২


সাত লক্ষ টাকার জালনোট-সহ দুই পাচারকারীকে গ্রেফতার  করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাল নোটগুলি উত্তরপ্রদেশে পাঠানোর জন্য কলকাতায় আনা হয়েছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতদের নাম রেজ্জাক শেখ। মালদার বাসিন্দা সে। অন্য জন, উত্তরপ্রদেশের বিকাশকুমার গৌতম। বিকাশকুমারকে ওই নোট দিতে কলকাতায় এসেছিল রেজ্জাক।

এ দিন গোয়েন্দারা দাবি করেন, ধৃতদের কাছে সব দু'হাজার টাকার নোট ছিল। উদ্ধার হওয়ার জাল নোটগুলি এত উন্নতমানের যে, সেগুলি হুবহু আসলের মতো। সাধারণ মানুষের পক্ষে কোনও ভাবেই বোঝা সম্ভব নয় যে, এগুলি আদপে নকল টাকা। এই জাল নোট পাচার চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। ধৃতদের জেরা করে বাকি পাচারকারীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।